এক ঝলকে
সেনার সঙ্গে সংঘর্ষএ নিকেশ জঙ্গি

পুলিশ নিউজ ডেস্ক: ফের নিকেশ জঙ্গি. গত ছ দিনে এ নিয়ে খতম হল 2 জঙ্গি. শুক্রবারের সংঘর্ষএ এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে.
সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার লালপোড়া এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা. তল্লাশি অভিযান শুরু হতেই গুলি ছোড়ে জঙ্গিরা. শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই. খতম হয় এক জঙ্গি. এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে. বাকি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন: বিএমডব্লুর ধাক্কায় জখম ১ পুলিশ কর্মী
রবিবারই দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয় হিজবুল মুজাহিদিনের মাথা ডক্টর সাইফুল্লা. তারই কয়েকদিন আগে নিকেশ হয় হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু. এবার বাকি শীর্ষ জঙ্গিদের খতম করার ছক কষছেন সেনা কর্তারা.
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp