রাতের অন্ধকারে গেষ্ট হাউসে চলল গুলি

নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে গেষ্ট হাউসে চলল গুলি। ঘটনা বিধাননগর পূর্ব থানার অন্তর্গত বিজে সেভেন ব্লকের একটি লাক্সারি গেষ্ট হাউসের। জানা গিয়েছে গত রবিবার রাতে ওই গেষ্ট হাউসের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সমীর সিং ওরফে জগদীপ নামে ব্যক্তিকে।
পুলিশ সূত্রে খবর, গত ১২ তারিখ ওই গেষ্ট হাউসে পঞ্জাব থেকে এক মহিলা সহ একই পরিবারের ৩ জন সঙ্গে ৫ জন দুটি গাড়ি করে ওই গেষ্ট হাউসে আসে। ১৪ তারিখ আর্থিক অনটনের কারণে কয়েকজন পঞ্জাবে ফিরে যান। এরপরই ১৬ তারিখ রাত প্রায় ১০ টা নাগাদ গেষ্ট হাউসের ১০৫ নম্বর ঘর থেকে বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি গেষ্ট হাউসের কর্মীরা সেখানে ছুটে যান। ঘরে গিয়ে দেখেন একজন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।তাকে উদ্ধার করে আমরি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বুজরুকি দিয়ে ধর্ষণ, গ্রেফতার তান্ত্রিক
গ্রেফতার করা হয় সমীর সিং নামে ওই ব্যক্তিকে। তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুসিশ।