
নিউজ ডেস্ক,মালদা: অবশেষে মালদায় NIA-এর জালে ধৃত জঙ্গি।ধৃত জঙ্গির নাম এনামুল হক।বছর ৪৬ এই ব্যক্তির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। জালনোট পাচার থেকে শুরু করে দেশ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড তথা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এনামুল।
আরও পড়ুন : অর্জুন সিংযের বাড়িতে ফের বোমাবাজি
সূত্রের খবর, মালদার মোহনপুরে বাড়ি এনামুলের। যেখানে একসময় বিশাখাপত্তনম থেকে ধৃত মহম্মদ বেগ ,সায়েদ ইমরান,ফিরোজ সেখ এবং তাজমুল সেখদের মত জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের মালদায় আশ্রয় দিয়েছিল।
শুধু তাই নয়, তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এনামুল। ওরা ধরা পড়ে গেলেও এনামুল গা ঢাকা দেয়। তাঁকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারস্বরুপ ২৫ হাজার টাকা ঘোষণা করা হয়।ইতিমধ্যেই বাকিদের বিরুদ্ধে মামলা চলছে বিজয়বারা আদালতে। এনামুলকে জিজ্ঞাসাবাদ করছে NIA।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp