KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গকলকাতাকলকাতা পুলিশ

করোনা আক্রান্ত দুজন, নিউটাউনে ফ্ল্যাটে তালা ঝুলালেন অন্য আবাসিক

পুলিশ নিউজ ডেস্ক: নিউটাউনের কেষ্টপুর চন্ডীবেড়িয়ার একটি আবাসনের ফ্ল্যাটে দুজন করোনায় আক্রান্ত, এমতাবস্থায় ওই ফ্ল্যাটে তালা লাগিয়ে দিলেন এক আবাসিক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। পুলিশ গিয়ে তালা খুলে দেয়।

নিউটাউনের কেষ্টপুর চন্ডীবেড়িয়ার একটি আবাসনের ফ্ল্যাটে দুজন করোনা আক্রান্ত হন। একজনের হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যজনের উপসর্গ না থাকায় হোম আইসলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গতকাল গভীর রাতে ওই ফ্ল্যাটের গেটে তালা ঝুলিয়ে দেয় এক আবাসিক। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক মুখে মাস্ক ও ফেস শিল্ড পড়ে ফ্ল্যাটের গেটে তালা দিচ্ছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।

আরো পড়ুন: মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

অভিযুক্ত চিহ্নিত হওয়ার পর কোনো ব্যবস্থা না নিয়ে কেন পুলিশ তাকে ছেড়ে দিল, সে নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে সারা বিশ্ব বলছে কোভিড পেশেন্টদের পাশে থাকতে সেখানে এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল নিউটাউন।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close