অভিনব কায়দায় প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা: অভিনব কায়দায় প্রতারণা। প্রতারণা চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ।
সাদা কাগজে রং করে তার ওপর আর একটি সাদা কাগজ মুড়ে হাতের তালুতে রেখে ঘোরালেই নাকি হয়ে যাচ্ছে আর একটি নোট। আর সেই রং কিনতে গেলে দিতে হবে লাখ টাকা। এই ভাবে মানুষকে ঠকিয়ে আসছিল দুই প্রতারক। শুধু তাই নয় ডলার ভাঙিয়ে দেওয়ার নাম করেও তারা প্রতারণা করত বলে অভিযোগ। শেষমেশ নিউটাউনে এসে ধরা পড়ে গেল ওই দুই প্রতারক। তাদের নিউটাউনের তারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম দেবাশিস মন্ডল ও সৌরভ মল্লিক।
এদের কাছ থেকে উদ্ধার হয় ৮ টি বিভিন্ন রঙের ছোট বোতল, একটি ছোট স্প্রিটের বোতল,৩ টি ১০০ডলারের কালার জেরক্স নোট, দুই বান্ডিল অর্থাৎ ১০০০পিস নোটের বিভিন্ন মাপের কাগজ।
আরও পড়ুন: বাসস্ট্যান্ডে অস্ত্র নিয়ে ঘোরাফেরা, গ্রেফতার 1
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তারুলিয়া এলাকায় দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। জেরায় জানা যায় তারা দুজনেই বাসন্তী এলাকার বাসিন্দা। জেরায় ধৃতেরা দুস্কর্মের কথা কবুল করেছে বলে দাবি পুলিশের।