
নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি: সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়ি আট নম্বর ওয়ার্ডের মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার ধান ক্ষেতের মধ্যে একটি সদ্যোজাত কন্যা সন্তানের দেহ পরে থাকতে দেখেন এলাকার কয়েকজন কৃষক। তারা ক্ষেতে কাজ করতে গেলে তাদের নজরে পরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণদেব রায় কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাউন্সিলর। খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে সদ্যোজাত শিশুর দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে সদ্যোজাত কন্যা সন্তানটি কার এবং কোথা থেকে এই এলাকায় এলো তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
এদিকে সদ্যোজাত কন্যা সন্তানের দেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। সদ্যোজাত কন্যা সন্তানকে খুন করা হয়েছে নাকি মৃত অবস্থায় জন্ম হয়েছিল বলেই তাকে ফেলে দেওয়া হয়েছে। যদি মৃত অবস্থায় ও জন্ম হয়ে থাকে। তাহলেও এভাবে ফেলে দেওয়া যায় না। এটা মানবিকতা ওপর চরম আঘাত বলেই মনে করছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: ব্রাউন সুগার সহ দুই পাচারকারী গ্রেফতার
গোটা ঘটনা নিয়ে এখন নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এখনও পরিষ্কার নয় মৃত্যুর কারন, জানা যায়নি পরিচয়। স্বাভাবিক ভাবে গোটা ঘটনা নিয়ে ধন্দে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
এলাকাবাসীর অনুমান অন্য কোনও এলাকার থেকে এনে এই গ্রামের ধান খেতে সদ্যোজাত কন্যা সন্তানটি মৃতদেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে।