এক ঝলকে
গাঁজা উদ্ধার করল এনসিবি, ধৃত ১

নিজস্ব সংবাদদাতা: দিল্লির একটি এয়ার কম্প্রেসার মেশিনে লুকানো ২ কেজির বেশি কিউরেটেড গাঁজা উদ্ধার করল এনসিবি। পাশাপাশি লখনউয়ের এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: নিহত দুই নকশাল
সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এই গাঁজা পাঠানো হচ্ছিল বলে ধারণা করেছে এনসিবি। এই তথ্য এনসিবির দ্বারা তৈরি পূর্ববর্তী কয়েকটি অভিযানের থেকে উঠে এসেছে। যা এনসিবি দলকে সতর্ক করেছিল।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp