এক ঝলকে
নকশালদের বিরুদ্ধে অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র

নিজস্ব সংবাদদাতা, ওড়িশা: ওড়িশার কান্ধমাল জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল ওড়িশা পুলিশ।
আরও পড়ুন: চোরাচালানকারীদের প্রচেষ্টা ভেস্তে দিল বিএসএফ
কিছুদিন আগেই ওই স্থানে নকশালদের ধরার জন্য পুলিশরা অভিযান চালায়। শুক্রবার নকশালদের হাতে এক জওয়ান প্রাণও হারায়। এরপরেই চিরুনি তল্লাশি চালিয়ে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp