মধ্যপ্রদেশে পুলিশের জালে এক নকশাল

পুলিশ নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের বালাগাট জেলার বৈহার এলাকায় একজন নকশালকে গ্রেফতার করল পুলিশ। নকশাল এবং নিরাপত্তা বাহিনীর সাথে গুলি চালানোর সময় তাকে ধরা হয়। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে গোদরী চৌকি থেকে প্রায় ২০ জন সদস্যের একটি দল বনে অনুসন্ধান করতে যায়। জওয়ানরা পাহাড়ের নীচে পৌঁছালে নকশালরা জওয়ানদের ওপর হামলা চালায়। এই হামলায় কনস্টেবল লোকেন্দ্র সিংয়ের গলায় গুলি লাগে। তাকে গন্ডিয়ার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসডিওপি নীতেশ ভরগবা জানিয়েছেন, জঙ্গলে নকশালদের সন্ধান করছে পুলিশ।
আরও পড়ুন: সিআইএসএফ এর নামে ভুঁয়ো আইডি দেখিয়ে জালিয়াতির অভিযোগ
এর আগে মে মাসের ১৫ তারিখ বালাগাট বনে তল্লাশির সময়, নকশালরা পুলিশের ওপর আক্রমণ করেছিল। সেই সময় পুলিশ কর্মীরাও গুলি চালিয়ে যায়। কিন্তু নকশালরা পাথরের আড়ালে পালিয়ে যায়।