কোচবিহার
হেলমেট বিহীন বাইক চালক ধরতে নাকা চেকিং
নিউজ ডেস্ক : হেলমেট বিহীন বাইক চালকদের ধরতে নাকা চেকিং পুলিশের।কোচবিহারের কতোয়ালী থানার পুলিশ শনিবার এই অভিযানটি চালায়।
শনিবার দুপুরে কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু রাজু সোনার নেতৃত্বে শহর জুড়ে চলে নাকা চেকিং। প্রায়সই চেকিংয়ে হেলমেট বিহীন বাইক চালক ও অতিরিক্ত যাত্রী এবং পণ্যসামগ্রী নিয়ে যাতায়াত করা বাইক চালকদের আটক করে পুলিশ। পাশাপাশি চাওয়া হয় গাড়ির সঠিক কাগজপত্র ।
আরো পড়ুন: জাল নোট উদ্ধার, গ্রেফতার ২
মূলত জনসাধারণকে সচেতন করার জন্যেই শনিবারের এই নাকা চেকিং। তারা যেন গাড়িতে ঠিকঠাক কাগজপত্র রাখেন এবং হেলমেট পড়ে গাড়ি চালান এরকমই সতর্কবার্তা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া দেয় কতোয়ালী থানার পুলিশ।তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহারবাসি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp