এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া
নদিয়ায় হেরোইনসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক: গোপনসূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার। গ্রেফতার ১ ব্যক্তি। সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ। ধৃতের নাম আসাদুল শেখ (২৫)। পলাশীপাড়া থানার অন্তর্গত বড়নলদহ গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা সে।
আরও পড়ুন : কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ দুই যুবক এর বিরুদ্ধে
ধৃতের কাছ থেকে ৫২০ গ্রাম হেরোইন, একটি মোবাইল সহ নগদ ১৫২০ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া একটি বৈদ্যুতিক ওজন মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত করে দেখা এই মাদক পাচার চক্রের সঙ্গে অন্য কোনও পাচারচক্র জড়িত রয়েছে কিনা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp