KOLKATA WEATHER
এক ঝলকেদক্ষিণবঙ্গনদিয়া

বোমাবাজির ঘটনায় কড়া পুলিশি প্রহরা শান্তিপুরে, আটক বেশকয়েকজন

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: দিন দুয়েক আগেই জমির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বোমাবাজির ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রাম। সেই ঘটনার পর থেকেই রানাঘাটের এসডিপিও প্রবীর মন্ডলের নেতৃত্বে এলাকায় চলছিল পুলিশি কড়া নজরদারি।

আরও পড়ুন : গবাদিপশু পাচার রুখল বিএসএফ

পুরো গ্রাম জনশূন্য থাকলেও বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের চিহ্নিতকরণের জন্য ধরপাকড় চালাতে থাকে পুলিশ। তদন্তে নেমে সোমবার বেশ কয়েকজনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পুনরায় যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ আরও কড়া পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close