KOLKATA WEATHER
এক ঝলকে

প্রেমিককে খুনের দায়ে গ্রেফতার প্রেমিকা সহ ৩

নিউজ ডেস্ক: প্রেমিককে খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেফতার হল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরাবাদে। ২১ বছর বয়সি ওই যুবককে খুনের সঙ্গে জড়িত থাকায় প্রেমিকা ছাড়াও পুলিশ গ্রেফতার করেছে প্রেমিকার ভাই ও এক বান্ধবীকে। ধৃতদের নাম বর্ষা(প্রেমিকা)(২৪), ভাই আকাশ (২৩) এবং বন্ধু আলী (২০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পুলিশ খবর পায় যে একজন ব্যক্তি ওয়াজিরাবাদের রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করে। যুবকের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। মৃত যুবকের নাম সাহিল (২৩)। তিনি ওয়াজিরাবাদের বাসিন্দা।

আরও পড়ুন: মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। এরপরেই সেই সূত্র ধরে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।জেরায় ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close