পুলিশ কমিশনারের নামে ভুঁয়ো সোশ্যাল অ্যাকাউন্ট বানিয়ে হেনস্থা

পুলিশ নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভুঁয়ো অ্যাকাউন্ট বানিয়ে মুম্বই পুলিশ কমিশনারের নামে অপমানজনক ভাষা ব্যবহার করে কুৎসা রটানোর চেষ্টা।
মুম্বই পুলিশের সাইবার সেল শাখার ডিসিপি জানান, পুলিশ কমিশনারের অফিসিয়াল অ্যাকাউন্ট নকল করে ভুঁয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে। এবং সেই অ্যাকাউন্টগুলি থেকে চলছে অনৈতিক কর্মকান্ড। ওই অ্যাকাউন্ট থেকে মুম্বই পুলিশের বিরুদ্ধে অপমানজনক পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ।
বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মুম্বই পুলিশ কমিশনারকে অপমান করা ও তাঁর বাহিনীকে হেনস্থার উদ্দেশ্যেই এই ধরনের কাজ করা হয়েছে বলে জানান সিপি। তিনি আরো জানান যে এই ঘটনার পর আইটি আইন অনুযায়ী ২টি এফএইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: আইপিএল এর বেটিং চক্রে গ্রেফতার ৪
প্রথম এফআইআরটি দায়ের করা হয়েছে মুম্বই পুলিশ কমিশনারকে অপমান করা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পুলিশ বাহিনীকে অপমান করার জন্য। ও আরেকটি এফআইআর মুম্বই পুলিশ কমিশনারের টুইটার অ্যাকাউন্টের তার ছবি বিকৃত করে ব্যবহার করার জন্য দায়ের করা হয়েছে। এই বিষয়ে মুম্বই পুলিশের সাইবার সেল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।