
নিজস্ব সংবাদদাতা, মালদা: মোটরবাইক চুরির অভিযোগে মালদায় গ্রেফতার তিনজন। রবিবার রাতে মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ ঐ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম আব্দুল রহিম, সেলিম শেখ ও রহিম শেখ।
আরও পড়ুন : সমাজ সচেতনতায় ট্যাবলো বারুইপুরের রাস্তায়
আব্দুল জৈনপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে রহিম ও সেলিম উভয় বৈষ্ণবনগর থানার অন্তর্গত জাবদাহিতলা ঘেরা ভগবানপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছে চারটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। মোটরবাইক গুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। ঘটনা আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp