এক ঝলকে
দক্ষিন ভারতের রাজ্যে বেশি সক্রিয় সন্ত্রাসবাদীরা

নিউজ ডেস্ক : জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্তে দেখা গিয়েছে, আইএস সন্ত্রাসীরা কেরালাসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বেশি সক্রিয় রয়েছে। বুধবার রাজ্যসভায় এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন এমএইচএ জি.কিষাণ রেড্ডি।
আরো পড়ুন: ওয়েস্টল্যান্ড সংস্থা কান্ডে গ্রেফতার ১
এদিন রাজ্যসভায় তিনি বলেন,দক্ষিণের তেলেঙ্গানা, কেরল, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুতে আইএসের উপস্থিতির আভাস মিলেছে।সন্ত্রাস সম্পর্কিত ১৭ টি মামলা দায়ের করেছে এবং ১২২জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp