পুলিশি তৎপরতায় উদ্ধার হারানো টাকা

নিজস্ব সংবাদদাতা : অবসরপ্রাপ্ত শিক্ষকের হারানো ১০,০০০ টাকা ফেরালেন মঙ্গলকোট থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পলিশ গ্রামে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মঙ্গলকোটের নতুন হাটে পেনশনের টাকা তুলতে আসেন মঙ্গলকোট ব্লকের অবসরপ্রাপ্ত শিক্ষক পঞ্চানন দাস। বছর ৭৭ এর এই বৃদ্ধ পেনশনের টাকা তোলার পরে একটি মিষ্টির দোকানে গেলে ভুলবশত পুরো টাকাটিই হারিয়ে ফেলেন । ফলে তড়িঘড়ি দ্বারস্থ হন মঙ্গলকোট থানায়। শিক্ষকের অভিযোগে টাকার খোঁজ শুরু করে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় সেই টাকা। পরে ওই শিক্ষকের হাতে সেই টাকা তুলে দেন মঙ্গলকোট থানার এস, আই তরুণ কুমার লেট।
আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার ১৪০ লিটার মদ, আটক ২
এদিন ওই শিক্ষক মহাশয় জানান যে , প্রথমে তিনি একেবারেই আশা ছেড়ে দিয়েছিলেন। সংসার খরচ চালাতেই তিনি ঐদিন টাকা তুলতে যান । কিন্তু হঠাৎই টাকাটা হারিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি।কিন্তু ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় পুরো টাকাটা ফেরত পেয়ে বেশ খুশি হয়েছেন শিক্ষক মহাশয়। পাশাপাশি এদিন ধন্যবাদও জানান মঙ্গলকোট থানার পুলিশকে।