মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, গ্রেফতার 2

নিজস্ব সংবাদদাতা: সল্টলেক, উত্তর ২৪ পরগনা: মোবাইলের টাওয়ার বসানোর নাম করে ৮০ লাখ টাকা প্রতারণার অভিযোগে শুক্রবার দু জনকে গ্রেফতার করে পুলিশ। দুজনই দুটি কোম্পানির ডিরেক্টর। তাদের গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১৫/৭/২০২০ তারিখে এই বিষয়ে একটি কেস রেজিস্টার হয়। কমপ্লেন করেন ইটালগাছা এলাকার বাসিন্দা কাশীনাথ সেন। তার অভিযোগ তার কাছে একটি ফোন আসে যে তার বাড়িতে মোবাইলের টাওয়ার বসানো হবে।সেই মতো তার কাছ থেকে ৮০ লাখ টাকা চাওয়া হয়। যখন তিনি বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা হয়েছে তখন তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গতকাল লেকটাউন এলাকায় দুটি অফিসে হানা দেয়।
আরও পড়ুন: কান্দি জেমো পুলিশ ফাঁড়ির নব নির্মিত ভবনের উদ্বোধন
দুটি কোম্পানির নাম দেবম আডভাইজার লিমিটেড ও কর্কট ট্রেডিং প্রাইভেট লিমিটেড। ওই দুটি কোম্পানির দুই ডিরেক্টর দেবব্রত চক্রবর্তী ও শমিক দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। লেকটাউনের বাঙ্গুরের এই অফিস দুটি সিল করে দেওয়া হয়। বেশ কিছু ব্যাংকের নথি,অফিস রিলেটেড নথি,নগদ ৫০ হাজার ৫০০ টাকা ও বেশ কয়েকটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়।