দক্ষিণবঙ্গউঃ ২৪ পরগনা
উদ্ধার ১৫৪ টি মোবাইল

পুলিশ নিউজ ডেস্ক: মোবাইল চুরি, পকেটমারির মতো নানা অভিযোগ জমা পড়ছিল বেশ কিছুদিন ধরেই।পুলিশ নড়েচড়ে বসেছিল সে সময়েই। ইদানীং মোবাইল চুরির সংখ্যাটা অতিরিক্ত বেড়ে যায়।১৫-২০ দিন ধরে বারাসাত জেলা পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রূপের(এস ও জি)র তরফ থেকে অভিযান চলছিল। বারাসাত পুলিশ বারাসাত, মধ্যমগ্রাম, দত্ত পুকুর বিভিন্ন থানা এলাকা থেকে ১৫৪ টি মোবাইল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনের মালিকদের শুক্রবার বারাসাত জেলা পুলিশের তরফে বারাসাত পুলিশ সুপারের কার্যালয়ে আসতে বলা হয়।
আরও পড়ুন: ভুল পরিচয় দিয়ে কনস্টেবল পদে নিযুক্ত হওয়ার চেষ্টা
শনিবার বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বেশ কয়েকজনের হাতে তুলে দেন মোবাইল। প্রাপকরা দীর্ঘদিন বাদে মোবাইল ফেরত পেয়ে খুশি।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp