পুলিশি তৎপরতায় উদ্ধার নিখোঁজ নাবালিকা

নিউজ ডেস্ক: পুলিশি তৎপরতায় উদ্ধার নিখোঁজ নাবালিকা। ৩ অক্টোবর কালুক থানায় এই নিখোঁজ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
অক্টোবর মাসের প্রথম শনিবার নিখোঁজ মেয়েটির বাবা মামলা দায়ের করেন। শুরু হয় তদন্ত।জেলা পিআই থিনলে র্যাপডেন ভূতিয়া এসএইচও কালুক থানার তরফে একটি তদন্তকারী দল গঠন করা হয়। এই দলটি তৎক্ষণাৎ খোঁজ শুরু করেন ওই নাবালিকার।
গোপন সূত্রে জানা যায় ওই নাবালিকা গুজরাটের সুরাতে রয়েছে। সিআইডির সুরাত ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পুলিশ নিখোঁজ হওয়া নাবালিকা সহ একজনকে আটক করে। পরে আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণ, তদন্তে পুলিশ ও ফরেন্সিক দল
নাবালিকাকে উদ্ধার করে সুরাতের চাইল্ড লাইনে রাখা হয়। পরে নিয়ে যাওয়া হয় সিকিমে। নাবালিকাটিকে কাউন্সেলিংয়ের জন্য জেলা শিশু সুরক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। পরে তুলে দেওয়া হয় পরিবারের হাতে।