এক ঝলকে
উত্তরপ্রদেশে নিখোঁজ শিশুকে উদ্ধার করল জৈতাপুর পুলিশ

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের বাহরিচ জেলার জৈতাপুরে আড়াই বছরের এক শিশু মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় বৃহস্পতিবার জৈতাপুর পুলিশ তাকে উদ্ধার করল। বাহরিচ জেলা পুলিশের বিশেষ দল গঠন করে তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন : করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা
পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত পুলিশ সুপার ও আঞ্চলিক কর্মকর্তা শ্রী শঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয় । বাহরিচ থানার সুপারিনটেনডেন্ট শ্রী প্রেম প্রকাশ পান্ডেও এই দলটিতে ছিলেন । হারিয়ে যাওয়া শিশুটিকে ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করে এই বিশেষ দলটি। ক্ষেতের মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধার করার পর মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয়। পুলিশের নিরলস পরিশ্রমের ফলেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটির পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp