রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলা

নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে ঘরে ঢুকে দম্পতিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে লুঠপাঠ চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত আড়াইটা নাগাদ পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুরের বাসিন্দা দেব কুমার দাস এবং তার স্ত্রী ঘুমিয়ে থাকা কালীন তাদের বাড়িতে দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ঢুকে তন্দ্রাচ্ছন্ন দুজনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ও ঘরে লুটপাট চালায়। বছর ২৮ এর ওই যুবককে দুষ্কৃতীরা মারতে গেলে , তাদের বাধা দেওয়ায় স্ত্রীর ওপর শারিরীক অত্যাচার করার পরে লাঠির ঘায়ে তার বাম হাত ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে রক্তাক্ত অবস্থায় তাদের ভর্তি করা হয় ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
স্বাস্থ্যের অবনতি ঘটলে তাদের দুজনকেই ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরো পড়ুন: বাসন্তীতে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, পলাতক অভিযুক্ত
এদিন ঘটনার প্রতিবাদে গোবর্ধন পুর কোস্টাল থানায় বিজেপির নামে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল সমর্থকরা। তাদের অভিযোগ কয়েকদিন ধরেই এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ চলছিল। তার জেরেই বিজেপির কর্মীরাই এদিন রাত্রে দরজা ভেঙে ঘরে ঢুকে অত্যাচার চালায় বলে দাবি তাঁদের। ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে পুলিশ।