ভাঙনে গৃহহীন গ্রামবাসীরা

নিউজ ডেস্ক,জঙ্গিপুর:গভীর রাতে নদী ভাঙনে এলাকাজুড়ে আতঙ্ক।ভাঙনে আতঙ্কিত হয়ে উঠলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধানঘরা গ্রামের স্থানীয়রা। নদীর জলে তলিয়ে গেল সীমান্তরক্ষী বাহিনীর একাধিক তাঁবু। কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন চার বিএসএফ জওয়ান। ফলে নদী ভাঙনের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় হাজার মিটারেরও বেশি জমি।
ভাঙনে ক্ষতিগ্রস্থ হয়েছেন গ্রামের হাজার হাজার মানুষ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় প্রায় সারারাত আতঙ্কেই কাটে গ্রামবাসীদের। ফলে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে প্রশাসনের তরফে ভাঙনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কার্যত ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। এদিন ভাঙনে তলিয়ে যায় প্রায় ৩০ টিরও বেশি নৌকা।
আরো পড়ুনঃ ঝাড়গ্রামে চোলাই মদের বিরুদ্ধে বিশেষ পুলিশি অভিযান
ভাঙনে বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রায় দশটিরও বেশি বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ফলে তারা গৃহহীন অবস্থায় হয়ে পড়েছেন। এই সময়ের গ্রামবাসীরা কোথায যাবেন, কার দ্বারস্থ হবেন তানিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।