মানসিক বিকারগ্রস্থ দোষীকে গ্রেফতার করল পুলিশ

নিউজ ডেস্ক: গ্রামবাসীদের অভিযোগ পেয়ে দোষীকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বড়বৈনান গ্রামে ইটের আঘাতে মহিলার মৃত্যু হয়। ব্রাহ্মন ভোজন এর জন্য উদয় চক্রবর্তী নামক এক ব্যক্তির বাড়িতে চাল দিতে গিয়ে মৃত্যু হয় চায়না সামন্ত নামক ওই মহিলার। জানা গিয়েছে, বুদ্ধদেব চক্রবর্তী নামক মস্তিষ্কের বিকারগ্রস্থ এক ব্যক্তি ওই মহিলাকে ইট ছুঁড়ে মারেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই মৃত্যু হয় ওই মহিলার। বুদ্ধদেব চক্রবর্তী সম্পর্কে উদয় চক্রবর্তীর সন্তান। মৃত মহিলার পুত্র মাধবডিহি থানায় লিখিত অভিযোগ করেন।গ্রামবাসিরা মাধবডিহি থানায় ২৫০ জনের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত চক্রবর্তীর নামে।
আরো পড়ুন: শ্রাবণের শেষ সোমবারে মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা পুলিশ সুপার
মৃতার ছেলের দাবি একটাই, তিনি যেভাবে মা হারা হলেন একইভাবে যেন আর কাউকে মা বাবা কিংবা পরিবারের পরিজনকে হারাতে না হয়। দোষী যেন উপযুক্ত শাস্তি পায়। ইতিপূর্বে একইভাবে একজনের মৃত্যু হয়েছে। ছেলেটির বাবা উদয় বাবু নিজেই প্রতিবন্ধী। মস্তিষ্কের বিকাশ জনিত সমস্যার কারণে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করার পর বেশ কিছুদিন সুস্থ ছিল। কিন্তু আবার কোনও অজানা কারণে সেই পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে সে। বুদ্ধদেব বাবু জানান,ছেলের কোন দায়িত্বই তিনি নেবেন না। ছেলেটি সব সময় নেশাগ্রস্ত হয়ে থাকার কারণেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখন সকলের একটাই দাবি অভিযুক্ত যেন উচিত শাস্তি পায়। মাধবডিহি থানার পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে। হেফাজতে নিতে পেশ করা হয় আদালতে।