অবন্তিপোড়ায় পুলিশের জনসংযোগ সভা

নিজস্ব সংবাদদাতা, জম্মু-কাশ্মীর: জম্মু-কাশ্মীরের অবন্তিপোড়ায় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করার জন্য জন সংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা মহামারীর জেরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। করোনাকালে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে এই অনুষ্ঠানে বলা হয়। অবন্তিপোড়ার এসএসপি শ্রী তাহির সলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। আঞ্চলিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আইএসআই সন্দেহে গ্রেফতার ১
অংশগ্রহণকারীরা মাদক সেবনের সমস্যা, রাস্তাঘাটে আবর্জনা ফেলা ও ট্রাফিক জ্যাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলি তুলে ধরেন। এই নকশাগুলি এসএসপি ধৈর্য সহকারে শোনেন এবং এর প্রতিকারের প্রতিশ্রুতি দেন। তারা জনসংযোগ কর্মসূচী পরিচালনার জন্য পুলিশের প্রশংসা করেন। সামাজিক অপরাধ রোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পুলিশ।