ট্রাফিকে কড়া নজরদারি মঙ্গলকোট থানার পুলিশের

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলকোট থানার লোচনদাস সেতুতে বুধবার কড়া নজরদারি চালাল মঙ্গলকোট থানার পুলিশ।
যে সমস্ত বাস ছাদ ভর্তি করে যাত্রীদের নিয়ে যাচ্ছে, সেই সমস্ত বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হল বাসের ছাদ থেকে। করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে, নিরাপত্তা না মেনে বাস গুলি যাত্রী বোঝাই করে চলছিল।পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
রাজ্য সরকার সেভ ড্রাইভ, সেভ লাইফ, নিয়ে প্রায়শই নানান প্রোগ্রাম করছে। মানুষকে সচেতন করছে। বর্তমান করেনা পরিস্থিতিতে পারস্পরিক দূরত্ব বিধি মানার কথাি বারংবার করে বলা হচ্ছে। তবুও এখনো কিছু মানুষ যে উদাসীন রয়েছেন তা এদিনের চিত্র থেকে পরিস্কার।
আরো পড়ুন: দক্ষিন ভারতের রাজ্যে বেশি সক্রিয় সন্ত্রাসবাদীরা
মঙ্গলকোটের বাসিন্দা শেখ হায়দার পুলিশের এমন ভূমিকার বিষয়ে বলেন, “মঙ্গলকোট থানার পুলিশ যেভাবে কড়া নজরদারি চালাচ্ছে তাতে আমরা খুবই খুশি। এদিন বাসের ছাদের লোক নীচে নামিয়ে দিল।একাধিক বাসে এইভাবে নজরদারি চালানো হোক। আমি ব্যক্তিগতভাবে মঙ্গলকোট থানার পুলিশকে ধন্যবাদ জানাই”।পাশাপাশি তিনি বলেন, “অন্যান্য থানার পুলিশও এই বিষয়টিতে নজরদারি চালালে আরও ভালো হয়।”