
মালদা, ১০ই অগাস্ট: মালদায় পুলিশের জালে ধরা পরল ২ ব্রাউন সুগার পাচারকারী। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজবাজার এর মধুঘাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। সূত্রের খবর,
রবিবার গভীর রাতে ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেল করে ফারাক্কার দিক থেকে মালদায় যাচ্ছিল ওই দুই পাচারকারী।
আরও পড়ুনঃ ৫ ডাকাতকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃতদের নাম পীযুষ মণ্ডল, বাড়ি ফারাক্কা থানার গ্রেফতারএলাকায়। অপরজন প্রেম কুমার মন্ডল, বাড়ি বৈষ্ণবনগর থানার মোড় এলাকায়। দুজনকেই সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp