দক্ষিণবঙ্গনদিয়া
গোষ্ঠীদন্দের জেরে উত্তপ্ত মহেশনগর

নিউজ ডেস্ক: শান্তিপুরের পর ফের নদিয়ার চাপড়ায় তৃণমূলের গোষ্টিকোন্দল।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত হয়ে উঠলো চাপড়ার মহেশনগর এলাকা৷ বেশ কিছুদিন ধরেই চাপড়ার মহেশনগরে বিধায়ক রুকবানুর গোষ্ঠীর সঙ্গে তৃণমূল ব্লক সভাপতি জেবের শেখ গোষ্ঠীর সংঘর্ষ চলছিল বলে গ্রামবাসিদের অভিযোগ৷
আরো পড়ুন: ৮ রাউন্ড গুলি সহ গ্রেফতার ১
বৃহস্পতিবার সকালে জেবের শেখ গোষ্ঠীর পাট চুরির অভিযোগ ওঠে রুকবানুর রহমান ঘনিষ্ঠ রাজীব শেখ গোষ্ঠীর বিরুদ্ধে৷এই ঘটনার প্রতিবাদ জানানোয় দু পক্ষের মধ্যে শুরু হয় বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp