বাসন্তীতে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, পলাতক অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রে খবর পেয়ে বারইপুর জেলা পুলিশ ও বাসন্তী থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার রাতে এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র। পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ভরতগড় অঞ্চলের মহেশপুর গ্রামে।
আরো পড়ুন: ২৭৫ কেজি গাঁজা সহ দিল্লি পুলিশের জালে ২ মাদক পাচারকারী
পুলিশ সূত্রে খবর, ভরতগড় অঞ্চলের মহেশপুর গ্রামের বাসিন্দা আমজেদ বৈদ্য বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বানানোর জন্য এবং ওই সমস্ত অস্ত্র বাসন্তীর বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ ও বাসন্তী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আমজেদ বৈদ্যের বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। যার মধ্যে রয়েছে, তিনটি লং পাইপগান ও চার রাউন্ড কার্তুজ। তবে অভিযুক্ত আমজেদ বৈদ্য পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।