চাকরি হারিয়ে অপহরণের নাটক, গ্রেফতার যুবা

পুলিশ নিউজ ডেস্ক: লকডাউনে খুইয়েছে চাকরি। রোজগার বন্ধ। তবে বদলাতে পারেনি জীবনযাত্রার মান।তাই টাকা রোজগার করতে অপহরণের নাটক সাজাল এক তথ্য প্রযুক্তি কর্মী! গ্রেফতার হয়ে আপাতত তার ঠাঁই হয়েছে শ্রীঘরে। উত্তর ২৪ পরগনার নিমতার ঘটনা।
নিমতার ওলাইচণ্ডীতলার বাসিন্দা বছর সাতাশের রণিত দে পেশায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিল। লকডাউন পর্বে চাকরি চলে যায় তার। তবে ঠাটবাট বজায় ছিল। একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ।
সম্প্রতি চাকরি থেকে অবসর নেন রণিতের বাবা।বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতে অপহরণের নাটক ফাঁদে সে। হোটেলে গিয়ে বাড়িতে ফোন করে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ কখনও ৫ লক্ষ, কখনও ২ লক্ষ টাকা মুক্তিপণ চায়। ঘটনাটি রণিতের পরিবার নিমতা থানায় জানান।তদন্তে নেমে পুলিশ মোবাইল টাওয়ার লোকেট করে জানতে পারে নিউটাউনের একটি হোটেলে রয়েছে রণিত।শনিবার অভিযান চালিয়ে হোটেলের একটি রুমে একাধিক নারীর মাঝখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও এ বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি রণিতের পরিবারের সদস্যরা।
আরো পড়ুন: জাল নোট উদ্ধার, গ্রেফতার ২
পুলিশের দাবি, টাকার অভাবে ব্যাহত হচ্ছিল তার বিলাসবহুল জীবনযাত্রা। টাকার প্রয়োজন মেটাতে নিজেই নিজের অপহরণের গল্প ফাঁদে সে। যদিও শেষ রক্ষা হয়নি।