দঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা লরির, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ ভর্তি লরির ধাক্কা আলমারির দোকানে। লরি উল্টে গেলও অল্পের জন্য প্রাণে বাঁচলেন ড্রাইভার, খালাসি। দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপ কামারহাটে।
আরও পড়ুন: হাসপাতালের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা রোগীর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালের দিকে কলকাতার দিক থেকে কাকদ্বীপে বাঁশ বোঝাই একটি বড় লরি আসছিল। হঠাৎ কামারহাট এলাকায় এসে সামনের এক্সেল ভেঙে যায়। গাড়ির গতি বেশি থাকায় পাশে থাকা আলমারির দোকান এবং এসবেস্টাসের দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। ব্যাপক যানজটের সৃষ্টি।কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানার প্রশাসনের দৌলতে গাড়িটিকে সরিয়ে যানজট মুক্ত করা হয়।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp