দক্ষিণবঙ্গউঃ ২৪ পরগনা
লকডাউন অবমাননার ছবি

পুলিশ নিউজ ডেস্ক: রাজ্য সরকারের ডাকা সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহিক লকডাউন আজ, সোমবার। আর এই লকডাউনেই বেশিরভাগ জায়গায় ধরা পড়েছে অবমাননার ছবি।
আরও পড়ুন: লকডাউন ভাঙলেই গুণতে হবে স্পট ফাইন
পুলিশ প্রধান রাস্তা গুলিতে নজরদারি চালালেও বাকি রাস্তায় লোক বেরিয়ে পড়েছে অনায়াসে। এদিকে, বারাকপুর কমিশনারেট এলাকায় লকডাউন উপেক্ষা করলেই তৎক্ষণাৎ আটক করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এর মধ্যে লকডাউন অমান্য করায় ৩৫ জনকে আটক করা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp