KOLKATA WEATHER
এক ঝলকেকলকাতা পুলিশ

লকডাউনের দিনক্ষণ মনে রাখতে ‘ক্যালেন্ডার পোস্টার’ পুলিশের

 

কলকাতা, ৯ই আগস্ট: বারংবার নির্দেশিকা বদলের ফলে লকডাউনের দিনক্ষণ মনে রাখতে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই ‘ক্যালেন্ডার পোস্টার’ এর মাধ্যমে এই সমস্যার সমাধান করল বড়বাজার থানা। পোস্টারে আগস্ট মাসের ক্যালেন্ডারে লকডাউনের তারিখগুলি (৫,৮,২০,২১,২৭,২৮,৩১) লাল রং দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের লকডাউনের দিন সম্বন্ধে ওয়াকিবহাল করতেই এই উদ্যোগ। বড়বাজারের অলিগলি থেকে রাস্তার বিভিন্ন বৈদ্যুতিক স্তম্ভে সেঁটে দেওয়া হয়েছে প্রায় পাঁচশো পোস্টার। অনেকেই দেখছেন, অনেকে আবার ছবিও তুলে নিয়ে যাচ্ছেন।

 

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনা ৬০ নম্বর জাতীয় সড়কে… বাইকের সাথে সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ… মৃত দুই.. আহত চারজন

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) নীলকান্ত সুধীর কুমার বড়বাজার থানার এই উদ্যোগের প্রশংসা করে জানান, কলকাতা পুলিশের বিভিন্ন থানা এলাকায় এই লকডাউন ক্যালেন্ডার শীঘ্রই পৌঁছে দেওয়া হবে। পুলিশের এই উদ্যোগে খুশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবাই।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close