
নিউজ ডেস্ক,জলপাইগুড়ি: পূর্ব নির্ধারিত লকডাউনের দিন পরিবর্তন করেছে রাজ্যসরকার। সেইমতোই বুধবার সাপ্তাহিক লকডাউনের প্রথম লকডাউন। পূর্বের লকডাউনের মতো এদিনের লকডাউনে তৎপর পুলিশ প্রশাসন। রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া হচ্ছে কোনওরকম ছাড়। জলপাইগুড়ি শহরে দেখা গেল সেই ছবি।
লকডাউনে আয়োজিত রাম পুজো করার কর্মসূচি বন্ধ করলো পুলিশ। অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনাকে কেন্দ্র করে বুধবার জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়ায় যজ্ঞ ও রাম পুজোর আয়োজন করেন।
লকডাউন নিয়ম ভেঙে রাস্তায় জটলা করা যাবে না। তারপরেও কিছু কিছু স্থানীয় নেতা রাম পুজোর নাম করে জটলা করে বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে যান কোতোয়ালি থানার পুলিশ আই সি বিপুল সিংহা ও বিশাল পুলিশ বাহিনী। তাদেরকে লকডাউনের নিয়ম পালনের জন্য বলেন। এক জায়গায় বহু মানুষের সমাবেশ না করার পরামর্শ দেন। তারপরই পুজোর প্রস্তুতি বন্ধ করে দেয় পুলিশ। স্থানীয় নেতা কর্মীদের সর্তক করলো পুলিশ। রাম পুজোর প্রস্তুতি সরিয়ে দিয়ে ঘটনাস্থলে মোতায়েন করেন বিশাল পুলিশ বাহিনী।