দক্ষিণবঙ্গএক ঝলকেহুগলি
লকডাউনে তৎপর চন্দননগর কমিশনারেটের পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : সেপ্টেম্বরেও জারি থাকা রাজ্যজুড়ে সাপ্তাহিকী লকডাউন এর প্রথম দিন ছিল সোমবার। সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৎপর পুলিশ। একই চিত্র হুগলির চন্দননগর কমিশনারেট এলাকায়। কমিশনারেট অধীনস্থ এলাকাগুলিতে সকাল থেকেই সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে।
আরও পড়ুন : বালুরঘাটে হোমগার্ডের রহস্যজনক মৃত্যু
সোমবারের পূর্ণ লকডাউনে কার্যত জনশূন্য রাস্তাঘাট, দোকানপাট, বাজার এলাকাগুলি।
এরইমধ্যে অকারণে যারা বেরিয়েছিলেন তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র চন্দননগর থানাতেই আটক করা হয়েছে ১০ জনকে। এছাড়াও ভদ্রেশ্বর এলাকায় ২১ জন, তেলিনিপাড়া ফাঁড়ি এলাকায় ১৬ জন, চাঁপদানি ফাঁড়ি এলাকায় ১৪ জন এবং গৌরহাটি ফাঁড়ি এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp