মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা: লেকটাউনের দক্ষিণদাড়ি এলাকায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ উঠল রামবাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর গোয়েন্দা এবং লেকটাউন থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি টালিগঞ্জ থানার রাসবিহারী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের ২২ তারিখ সন্ধ্যা বেলায় কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার গাঙ্গুলি বাগান যাওয়ার জন্য একটি বেসরকারি বাসে ওঠেন অভিযোগকারিনী। কিছুক্ষণের মধ্যে বাসের কন্ডাক্টর তাকে জানান তিনি ভুল বাসে উঠেছেন। এরপর ওই মহিলা ভিআইপি রোডের দক্ষিণ দাঁড়ি বাসস্ট্যান্ডে নেমে যান এবং অন্য কোনও যানবাহনের জন্য বাস স্টপে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেখানে এসে তাঁকে লক্ষ করে কুৎসিত মন্তব্য করতে শুরু করে। শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ। ওই মহিলা ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাটি ক্যাপচার করেন এবং তার টাইমলাইনে পোস্ট করেন। এটি দেখার পরে বিধাননগর গোয়েন্দার পুলিশ এবং লেক টাউন থানার পুলিশ তাত্ক্ষণিকভাবে তার অভিযোগের উপর একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করে তদন্তে নামে।
আরও পড়ুন: ৫০০ বোতল ফেন্সিডিল সহ আটক ১
ওই মহিলা অভিযুক্তের কোনও পরিচয় দিতে পারেননি।তদন্ত শুরু করে লেক টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা বিভাগের মনিটরিং সেল। রাসবিহারী অঞ্চলের কয়েকটি ফোন নম্বর ট্রেস করে সঠিক নম্বর টি খুঁজে নিয়ে ৩০ সেপ্টেম্বর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।