এক ঝলকে
কুলগাম পুলিশের জালে ৩ বেআইনি মদ ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগাম পুলিশের জালে ধরা পড়ল ৩ বেআইনি মদ ব্যবসায়ী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১২ বোতল বেআইনি মদ।
আরও পড়ুন : রাজস্থানে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১৫
সূত্রের খবর, বুধবার রাত থেকে বৃহস্পতিবার কুলগাম পুলিশের একটি দল কোয়াজিগান্ড এলাকার ডালাচে একটি চেকপয়েন্ট গড়ে নাকা চেকিং চালায়। ঘটনাস্থলে আটক হয় তিনজন যাত্রীসহ একটি মারুতি গাড়ি। উদ্ধার হয় ১১২ বোতল বেআইনি মদ। গ্রেফতার করা হয় রমেশ চন্দ, সন্দীপ কুমার এবং শাদী লাল নামে তিন জনকে। ধৃতদের কোয়াজিগান্ড পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মারুতি গাড়িটি। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে স্থানীয়দের এ ব্যাপারে সচেতন থাকতে নির্দেশ দেন পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp