আবার রক্ত দিয়ে করোনা রোগীর প্রান বাঁচাল কলকাতা পুলিশ

নিজস্ব সংবাদদাতা,কলকাতা: আবারও এক করোনা রোগীর নিকট আত্মীয়ের কাতর আবেদনে সারা দিয়ে রক্ত দিতে এগিয়ে এল কলকাতা পুলিশ। প্রজ্ঞান পারমিতা সরকার, তার পরিবারের এক আশঙ্কাজনক করোনা আক্রান্তের জন্যে রক্তের সন্ধানে হন্নে হয়ে ঘুরছিলেন বিভিন্ন জায়গায়। কিন্তু কোনভাবেই রক্তের জোগাড় করতে না পেরে রক্তদাতার জন্যে ১০০ ডায়াল করে কলকাতা পুলিশের সাহায্যে প্রার্থনা করেন। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ঠিক ২ ঘন্টার মধ্যেই রক্তদাতা হিসেবে হাসপাতালে হাজির হন কলকাতা পুলিশের সার্জেন্ট রাহুল বারলা। তিনিই রক্তদান করে প্রান বাঁচান এক করোনা রোগীর।
আরও পড়ুন : স্বাধীনতা দিবসের আগে হাবরায় নাকা তল্লাশি পুলিশের
পুলিশের এই ভুমিকায় শুক্রবার প্রজ্ঞান পারমিতা সরকার বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে। তিনি বলেছেন কোনও রকমের ধন্যবাদ কিম্বা কৃতজ্ঞতা যথেস্ট নয়, যেভাবে কলকাতা পুলিশ এগিয়ে এসে রক্তদান করে প্রান বাঁচিয়েছেন,তাতে তিনি তাদের দেবদূতের আসনে বসিয়েছেন। তার কথার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফেও শুক্রবার তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে।