আবারো কোতুলপুর থানার পুলিশের বড় সাফল্য

গত 16 ই আগস্ট দিবাকর মন্ডলের স্ত্রী বর্ষা মন্ডল মাধব গঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। বছর তিরিশের ঐ গৃহবধূ জানা যায় গৃহবধূর শশুর বাড়ি কোতুলপুর থানার মালিকটা গ্রামে। সেই কারণে বর্ষার বাপের বাড়ির লোক কোতুলপুর থানা তারিখে একটি লিখিত অভিযোগ করে । এই অভিযোগের ভিত্তিতে কোতুলপুর থানার পুলিশ তদন্তে নামে। কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার পাল ও তদন্তকারী অফিসার দিনবন্ধু রায়ের আপ্রাণ চেষ্টায় । 48 ঘণ্টার মধ্যে ওই গৃহবধূকে ওন্দা থানার নিকুঞ্জপুর অমিত লোহার এর বাড়ি থেকে উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠান।
আরও পড়ুন : বৃষ্টিভেজা মাস্ক বদলে নতুন মাস্ক বিতরন ফুলবাগান থানার
বিষ্ণুপুর মহকুমা আদালতে বিচারক ওই গৃহবধূকে তার বাপের বাড়ির লোকের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন। উল্লেখ্য যে ওই গৃহবধূ বর্ষা মন্ডল ওন্দা থানার নিকুঞ্জ পুরের বাসিন্দা অমিত লোহারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই অনুযায়ী অমিত লোহার ওই গৃহবধূ বর্ষা মন্ডল কে মাধব গঞ্জ ডাঙ্গা থেকে নিয়ে যায়। আরো উল্লেখ্য যে, অমিত লোহারকে বিষ্ণুপুর আদালত 14 দিনের জন্য জেল কাস্টরির নির্দেশ দিয়েছে বিষ্ণুপুর আদালত।