কলকাতার কাঁকুড়গাছির মোড়ে ”রাখিবন্ধন” পালনে ফুলবাগান থানা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা : রাখি বন্ধন উপলক্ষ্যে ফুলবাগান থানার ভারপ্রাপ্ত আধিকারিক করুনা শঙ্কর সিং এর উদ্যোগে ও উপস্থিতিতে কাঁকুড়গাছির মোড়ে পথচারীদের রাখি পরানো হল। ক্রমবর্ধমান চিন্তাজনক করোনা পরিস্থিতিতে, কলকাতার এই অঞ্চলে প্রথম দিন থেকেই রাস্তায় নেমেছিল ফুলবাগান থানা ।
কঠোর হাতে এই ঘিঞ্জি অঞ্চলে লকডাউন পালন ও মাস্ক ব্যবহার সদা সচেষ্ট ছিল ফুলবাগান থানা I সোমবার সেই থানার আধিকারিকদের দেখতে পাওয়া গেল এক অনিন্দ্যসুন্দর ভুমিকা পালনে । প্রখর রৌদ্রে এক ঝলক দখিনা ঠান্ডা বাতাসের মতো, তাঁরা এদিন রাস্তায় নেমে পালন করলেন “রাখিবন্ধন উৎসব”। রাখি পুর্ণিমা উপলক্ষ্যে ফুলবাগান থানার ভারপ্রাপ্ত অধিকারিক করুনা শঙ্কর সিং ও সহ ভারপ্রাপ্ত আধিকারিক কালিচরন মূর্মু ও অন্যান্য পুলিশ কর্মীরা, সকালে কাঁকুড়গাছির মোড়ে পথচলতি মানুষদের হাতে রাখি ও মাস্ক তুলে দিয়ে, করোনার গুমোট ভাব কাটিয়ে স্বাদ বদল করালেন সাধারন মানুষকে ।
আরও পরুনঃ কলকাতা পুলিশের “মাস্ক পড়ো কলকাতা” প্রচারে অভিনেতা দেব
করোনা যুদ্ধে সাধারণ মানুষকে রাখি পরিয়ে বাঁধলেন মানববন্ধনে। চলতি সাপ্তাহিক লকডাউনে এই অঞ্চলে ফুলবাগান থানার তরফে খুব কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল এবং গ্রেফতারের হারও বেশী ছিল। কিন্তু এদিন সেই থানারই এক অন্য সুন্দর রুপ প্রত্যক্ষ করল জনসাধারন। রাখিবন্ধন পালনের পাশাপাশি বজায় ছিল মাস্ক নিয়ে মানুষের মধ্যে সচেতনতার প্রচার।