KOLKATA WEATHER
পূঃ মেদিনীপুরদক্ষিণবঙ্গ

কোলাঘাটে পুলিশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বীট হাউস থানায় সন্ধ্যেয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে করোনা যুদ্ধের অন্যতম প্রথম সারির যোদ্ধাদের সম্মান জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সর্বত্রই পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তাই তাদের প্রতি সম্মাননা জানানোর উদ্দেশ্যে কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের এই আয়োজন।

আরও পড়ুন: পুলিশ দিবস পালন করল সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থা

এদিন কোলাঘাট বীট হাউস থানার আইসি সমর মিশ্র সহ সমস্ত পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মান জানান পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গৌরমোহন দাশঠাকুর,তৃনমূল নেতা মদন মিশ্র,উজ্জ্বল ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্বরা।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close