বাকুড়া
অসুস্থ মেয়ের পাশে এসে দাঁড়াল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: কিডনি সমস্যা থাকা মেয়ের পাশে এসে দাঁড়াল পুলিশ। বাঁকুড়ার বীজপুর থানার কর্তব্যরত অফিসার রবিন চক্রবর্তী পাশে এসে দাঁড়ালেন ওই মেয়েটির পাশে। জানা বীজপুর এলাকায় দরিদ্র পরিবারের ওই মেয়েটি কিডনির সমস্যায় ভুগছিলেন।অন্যদিকে মেয়েটির পরিবারে বাবা প্রতিবন্ধী। তাই মেয়ের ভালো চিকিৎসা করানোর জন্য কলকাতা আসার মতো সামর্থ্য নেই। ঠিক সেই সময়ে ওই মেয়েটির পাশে এসে দাঁড়ালো বীজপুর থানার অফিসার রবিন চক্রবর্তী। দায়িত্ব নিয়ে কলকাতায় চিকিৎসার জন্য পৌঁছে দিলেন তিনি। অন্যদিকে পুলিশের এই কাজে বেশ খুশি স্থানীয়রা।
আরো পড়ুন: বিপুল হেরোইন সহ গ্রেফতার
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp