ভাগ্নির ছেলেকে অপহরণ, গ্রেফতার অপহরণকারী

নিউজ ডেস্ক: নিজের ভাগ্নির ছেলেকে অপহরণ। অপহরণ করে বন্ধু এবং তার স্ত্রীকে অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগ। গ্রেফতার অপহরণকারী। ১৪ অক্টোবর, বুধবার উত্তর প্রদেশের গৌতম বৌদ্ধ নগর পুলিশ এই অপহরণের তদন্তে নামে।
অপহরণে জড়িত থাকার অভিযোগে ওই নারী সহ তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এবং সাড়ে তিন বছর বয়সী ছেলেটিকে অপহরণের এক মাস পরেই বাডাউন জেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তাঁদের মতে, এই দম্পতির ইতিমধ্যে একটি কন্যা রয়েছে। তবে একটি পুত্র চেয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, “ইয়াতবীর তার ভাগ্নির ছেলের দিকে নজর রেখেছিল এবং ১১ সেপ্টেম্বর সকালে শিশুটির বাবা-মা কাজের জন্য বেরিয়ে গেলে, সে ছেলেটিকে তুলে নিয়ে যায়। কিছুটা দূরে নিয়ে যায় যেখানে হাসমত তাকে তার বাড়িতে নিয়ে যায়। পরে, হাসমত ও শামা ছেলেটির সঙ্গে বাইকে নওডা থেকে বাডাউনের উদ্দেশ্যে রওনা হয়”।
এই কর্মকর্তা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক রণভিজয় সিংয়ের তত্ত্বাবধানে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে।
আরও পড়ুন: মাদক খাইয়ে গণধর্ষণ, পলাতক অভিযুক্ত
রাজেশ জানিয়েছেন “তদন্তের পরে, ইয়াতবীরের অপহরণে ভূমিকা ফুটে উঠেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছিল। ইয়াতবীর তখন পুরো ষড়যন্ত্রের মোড়ক উন্মোচন করে, যার ফলে গ্রেটার নয়ডায তাঁর বাসভবন থেকে হাসমতকে গ্রেপ্তার করা হয়।তাঁর স্ত্রীকে বাডাউন থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে শিশুটিকেও উদ্ধার করা হয়েছে”।