রামপুজোকে ঘিরে উত্তেজনা, খড়গপুরে!

নিজস্ব প্রতিনিধিঃ আজ বুধবার অয্যোধ্যায় রামমন্দিরের ভুমিপুজো সম্পন্ন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। তার জেরেই আজ সারাদেশজুড়ে রামপুজোয় মাতে সকল দেশবাসী। বুধবার খড়গপুরে তালবাগিচা এলাকার রথতলায় বিজেপি কর্মী সমর্থদের সাথে পুলিশের রামপুজোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এক চাঞ্চল্যকর পরিস্থিতির উদ্ভব হয় রথতলায়।
রামপুজোকে ঘিরে রথতলায় ব্যাপক লোকজনের জমায়েত হয়, সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। রাজ্যসরকারের নির্দেশ অনুসারে লকডাউনে জনসমাগম নিষিদ্ধ। ঠিক সেই কারনেই পুলিশ প্রশাসনের তরফে পুজো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারপরই শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা। কয়েকজন সমর্থককে পুলিশ আটক করে গাড়িতে তোলার সময় সেই এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। শুরু হয় পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ, চলতে থাকে পাথরবৃষ্টি।
এই ঘটনার ফলে খড়গপুরের এস ডি পিও সুকোমল দাস গুরুতর জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। কিচ্ছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং এস ডি পিও সুকোমল দাসকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তাকে প্রাথমিক চিকিৎসার পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।