কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম 2

পুলিশ নিউজ ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় চল্লিশেরও বেশি ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার স্মৃতি এখনও টাটকা। আবার সেই একই জায়গায় ঘটল সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা। রবিবার রাতে ঘটনাটি ঘটে পুলওয়ামার অবন্তীপুরায়। সংঘর্ষে খতম হয়েছে দুই জঙ্গি। জখম হয়েছেন এক জওয়ানও।
জানা গিয়েছে, অবন্তী পুরায় জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। শুরু হয় অভিযান। রবিবার বিকেল থেকে দুপক্ষে শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের তরফে প্রথমে লাগাতার গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা জবাব দেয় সেনাও। খতম হয় দুই জঙ্গি। জঙ্গির খোঁজে জারি রয়েছে অভিযান।
আরও পড়ুন: ৫ কেজি হেরোইন সহ গ্রেফতার ১
প্রসঙ্গত, এই ঘটনার আগে শনিবার কাশ্মীরের বীজভেডরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি খতম হয়।২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই রবিবার এমন ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কিছুদিন আগে আর এক জঙ্গিঘাঁটি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে।