
নিজস্ব প্রতিনিধি:- জলপাইগুড়িঃ সূর্য উদয়ের আগে জঙ্গলে ফিরতে না পেরে আটকে গেল শাবক সহ প্রায় ৪৫ টি হাতির একটি দল। শনিবার সকালে জলপাইগুড়ির মেটেলি ব্লকের আইভীল মোড় এলাকায় ওই হাতির দলটি আটকে পড়ে। খবর চাউর হতেই হাতির দলটিকে দেখতে লকডাউন উপেক্ষা করে জনসাধারণের ভিড় উপচে পড়লো।খবর পেয়ে এলাকায় যায় খুনিয়া,মাল স্কোয়াড,নর্থ রেঞ্জ ও চালসা রেঞ্জের বনকর্মীরা।যায় মেটেলি থানার পুলিশও।পরে বনকর্মীদের চেষ্টায় হাতির দলটিকে ইনডং চা বাগানের আম্বাচপল লাইন হয়ে মূর্তি নদী পেরিয়ে ফের চাপরামারী জঙ্গলে ঢুকে যায়।
আরও পড়ুন: পরকীয়ার ফল, খাল থেকে উদ্ধার গৃহবধূর বস্তাবন্দি দেহ, অভিযুক্ত I
আইভীল মোড় এলাকাটি হাতিদের করিডোর।ওই এলাকা দিয়ে হাতি যাতায়াত করে।এর আগেও বহুবার ওই এলাকায় হাতির দল আটকে পড়ে।এদিনও ওই দলটি আটকে পড়ে। সকাল থেকেই হাতি দেখতে লকডাউন অমান্য করে এলাকাবাসীরা ভিড় জমান ।। পরে পুলিশ গিয়ে লকডাউন অমান্যকারীদের ঘরমুখো করে|