জম্মু-কাশ্মীরে পতিত জমিতে গাঁজা চাষ ধ্বংস করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, জম্মু-কাশ্মীর: জম্মু-কাশ্মীরের বহু জায়গায় গাঁজা চাষ রুখল পুলিশ। জম্মু-কাশ্মীরের গন্দেরবাল থানার এসএসপি খালিল আহমেদ পোসওয়ালের নেতৃত্বে জেলাজুড়ে সপ্তাহব্যাপী গাঁজা চাষের জমি ধ্বংস করার অভিযান চালাচ্ছে পুলিশ। রবিবার প্রচুর পরিমাণে পতিত জমিতে গাঁজা চাষ ধ্বংস করে পুলিশ। এছাড়াও ১২টি খালের পাশে গাঁজা এবং ভাঙ চাষের জমিও ধ্বংস করা হয়। বিশেষ এই অভিযানে উপস্থিত ছিলেন গন্দেরবাল থানার পুলিশ আধিকারিকরা এবং স্থানীয় মিউনিসিপালিটির আধিকারিকগণ।
আরও পড়ুন : প্রচুর পরিমাণ বেআইনি লালচন্দন কাঠ উদ্ধার করল পুলিশ
সূত্রের খবর, সিন্ধু নদীর আশেপাশে পতিত জমিতে গাঁজা চাষ হতো। স্থানীয় সালুরা, ঋষিপোরা, ফতেপোরা, সাদিপোরা অঞ্চলে অভিযান চালিয়ে গাঁজা চাষের বাগিচা গুলি ধ্বংস করে পুলিশ। এসএসপি জানান, আগামী দিনেও এই অভিযান চলবে। এলাকায় ড্রাগের আসক্তি ছড়িয়ে যাওয়া রুখতে এই অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের তৎপরতায় খুশি। তারা ওই অভিযানে অংশ নেবেন বলে জানান।