
করোনা রুখতে সাপ্তাহিক লক ডাউনের পথে হাঁটছে রাজ্য। বুধবার চতুর্থ দফার লক ডাউনে ঝাড়গ্রাম জেলা জুড়ে সম্পূর্ন লক ডাউনের ছবি ধরা পড়লো। পুলিশি তৎপরতায় বেশ কড়াভাবেই ঝাড়গ্রামে পালন হচ্ছে লক ডাউন। রাস্তায় লোক নেই বললেই চলে। জেলার সব রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষজন প্রয়োজন ছাড়া বেরোতে না পারে। সীমান্ত এলাকাতেও নজরদারি চলছে। অনুমতি ছাড়া কোনো মানুষকেই যাতায়াত করতে দিচ্ছে না পুলিশ। তার সঙ্গে সঙ্গে চলছে নাকা চেকিং। তবে সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রামে বেশ শান্তিপূর্ণ ভাবেই লক ডাউন পালিত হচ্ছে এবং স্থানীয় মানুষরাও বেশ উৎসাহ নিয়েই পুলিশের সঙ্গে সহযোগিতা করছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp