ঝাড়গ্রামে আবগারি দফতরের বিশেষ অভিযান, বাজেয়াপ্ত বিপুল পরিমাণ চোলাই মদ

নিউজ ডেস্ক: ঝাড়গ্রামে চোলাই মদের বিরুদ্ধে বিশেষ অভিযানে মঙ্গলবার ফের আবগারি দফতর হানা দেয় নয়াগ্ৰামে। উদ্ধার হয় বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ।
গ্রামেগঞ্জে চোলাই মদের রমরমা ব্যবসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন গ্ৰামবাসীরা।খবরের জেরে ফের হানা দিয়ে অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। মঙ্গলবার ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর। এদিন অভিযান চালানো হয় নয়াগ্রাম ব্লকের ধুমসাই, জাম্বনি, রামকৃষ্ণপুর,খুদগ্ৰাম, ডুমুরিয়া এলাকায়।
আরও পড়ুন: উলুবেড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ, ধৃত ১
আবগারি দপ্তর জানিয়েছে, ২৫০ লিটার চোলাই মদ ও ৬ হাজার ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। কোথাও চোলাই মদ ভর্তি জ্যারিকেন, কোথাও বা হাঁড়ি বোঝাই গুড় মেলে।সব কিছু ফেলে দিয়ে নষ্ট করে দেয় আবগারি দপ্তর ও নয়াগ্রাম থানার পুলিশ।এখন নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে আবগারি দফতর।