
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ গোপন সুত্রে খবর পেয়ে রবিবার বিকেলে ফের জলপাইগুড়ির নাগরাকাটার একলব্য মোড় থেকে পণ্যবাহী ট্রাক আটক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিশ। উদ্ধার হওয়া প্রায় ১৪ প্যাকেটে মোট ২৮০ কেজি গাঁজা ছিল বলে জানা গিয়েছে যার আনুমানিক বাজার দর ৩৩ লক্ষ টাকা।
আরও পড়ুন : জুয়ার আসরে পুলিশের হানা
ইতিমধ্যেই ওই ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নাগরাকাটার বিডিও স্মৃতা সুব্বা। ধৃতের নাম রাজ পাল। পুলিশ জানায়, পণ্যবাহী ট্রাকটি ত্রিপুরা থেকে এসেছিল। শিলিগুড়ি হয়ে বিহারে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। এদিন একলব্য মোড়ে পুলিশ তদের ধরে ফেলে। এদিনের এই অভিযানে ছিলেন, বিডিও স্মৃতা সুব্বা , ওসি সঞ্জু বর্মন, সহ অনান্য পুলিশ আধিকারিকরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp